১০০০ টাকার বেশি অর্ডারের জন্য বিনামূল্যে ডেলিভারি |

প্রকাশকের পরিচিতি

মুফতি আব্দুল কারীম গুফিরাল্লাহু

বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামী ব্যক্তিত্ব, সৃজনশীল লেখক,গবেষক,বহু গ্রন্থ প্রণেতা তার রচনাগুলো ইসলামী জ্ঞানসাগরে এক অনন্য সংযোজন, যা ইতিমধ্যে বহু প্রতিষ্ঠানে পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

তার গবেষণা-নির্ভর গ্রন্থসমূহ দেশ-বিদেশের হাজারো শিক্ষার্থীর ইলমী পরিধিকে সমৃদ্ধ করছে।
মুফতি আব্দুল কারীম গুফিরাল্লাহু ১৯৯৫ সালের ৩ জানুয়ারি নেত্রকোনার জয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মুহাম্মাদ মঞ্জুরুল হক তিনি ছয় ভাই বোনের মধ্যে সবার ছোট।

📚শিক্ষা জীবন
তিনি প্রাথমিক পড়াশোনা নিজ গ্রামের বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত সমাপ্ত করেন।
এরপর ইলমে নববীর পিপাসায় ছুটে যান সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ায়।
সেখানে আরবি প্রথম বর্ষে ভর্তি হয়ে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান।
বৃহত্তর সিলেটের তানজিমুল মাদারিসিল আরাবিয়া বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধা তালিকায় উত্তীর্ণ হন।

এরপর উচ্চতর ইসলামী শিক্ষার জন্য পাড়ি জমান ঢাকায়। এখানে তিনি আল্লামা মুফতি মাসউদুল করীম হাফিজাহুল্লাহ-এর সান্নিধ্যে থেকে পড়াশোনার সুযোগ পান।

🏢পরবর্তীতে টঈী দারুল উলুম মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন এবং দেশের বৃহত্তম কওমী শিক্ষা বোর্ডসমূহ—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল-হাইয়াতুল উলিয়া লিল-জামিয়াতিল কওমিয়ার অধীনে ডাবল দাওরায়ে হাদীস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
এরপর ইসলামী ফিকহের উচ্চতর জ্ঞানার্জনের লক্ষ্যে উত্তরা জামিয়া আজিজিয়ায় অধ্যয়ন করে সফলতার সাথে ইফতা শেষ করেন।

পরবর্তীতে আরবি সাহিত্যের সর্বোচ্চ জ্ঞান অর্জনের জন্য আরবি ভাষাবিদ জামিয়া রহমানিয়ার মুফতী শোয়াইব হাফিজাহুল্লাহ ও জামিয়া আবু বকর এর মুদির মুফতি বোরহান উদ্দিন হাফিজাহুল্লাহ-এর অধীনে আরবি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। এবং নাহু-সরফে বিশেষ পারদর্শিতা অর্জন করেন মারাকাজুল হুদার মুফতি আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ-এর কাছ থেকে।

✒️কর্ম জীবন
শিক্ষা জীবন শেষ করার পর, দেশবরেণ্য উলামায়ে কেরামের পরামর্শে ইলমের খিদমতে নিজেকে আত্মনিয়োগ করেন। তিনি দেশের ৫০টিরও বেশি প্রসিদ্ধ প্রতিষ্ঠানে সফলতার তার গবেষণালব্ধ তামরীন পদ্ধতিতে আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন। এতে তিনি প্রতিষ্ঠানের প্রধানদের থেকে সম্মাননা জনক বহু পুরস্কার প্রাপ্ত হন । তার সৃজনশীল এই কোর্স কার্যক্রম অল্ল সময়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। একসময় তিনি শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ-এর সাথেও আরবি ভাষা শিক্ষার খেদমতে নিয়োজিত ছিলেন।

২০১৮ সালে তিনি জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ-এর তত্ত্বাবধানে পরিচালিত গুলশানের একটি প্রতিষ্ঠানে উচ্চতর ইসলামী ফিকহ ও আরবি সাহিত্য বিভাগের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া তিনি তিন বছর দারুল হুদা আল-ইসলামিয়া, উত্তর বাড্ডায় শিক্ষা সচিবের দায়িত্ব পালনরত অবস্থায় হাদীস পড়ানোর সুযোগ পান। জনপ্রিয় আরবি ম্যাগাজিন আল-হেরা-এর সহসম্পাদক হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে, শিক্ষাবিদদের পরামর্শে তিনি মাদানী নেসাবের অনুসরণে যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করে প্রতিষ্ঠা করেন ইকরা অনলাইন মাদ্রাসা। বর্তমানে দেশ-বিদেশের হাজারো কর্মজীবী ভাই-বোন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইলমে নববীর আলোয় আলোকিত হচ্ছেন। বর্তমানে তিনি রাজধানীর উত্তর বাড্ডার জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমরা আল্লাহর কাছে হযরতের জন্য দোয়া কামনা করি, তিনি যেন মুফতি আব্দুল কারীম গুফিরাল্লাহু-এর দ্বীনি খেদমত কবুল করেন এবং তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন।

নতুন প্রকাশ

Scroll to Top