লেখকের কথা
মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি এই অধম বান্দাকে দীর্ঘ এক যুগ মেহনত করার পর علم الصرف এর উপর প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একখানা কিতাব প্রণয়নের তাওফীক দান করেছেন। অগনিত দুরূদ ও সালাম বর্ষিত হোক নবীয়ে রহমত প্রিয় হাবীব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর নাযিল হয়েছে মানব জাতীর হেদায়েতের আলোকবর্তিকা আল কুরআনুল কারীম। পবিত্র কুরআন ও হাদিসের ভাষা আরবি। আর আরবি ভাষার মেরুদণ্ড হলো নাহু-সরফ। অতএব নাহু-সরফের জ্ঞানার্জন ছাড়া কারো পক্ষে সরাসরি পবিত্র কুরআন ও হাদিস থেকে ইলম অর্জন করা সম্ভব নয়। প্রিয় তালিবে ইল্ল্ম বন্ধুরা! আমরা অনেকেই মনে করি, শুধু মিযান মুনশাইব মুখস্থ করার মাধ্যমেই সরফী ইল্ল্ম অর্জন করা সম্ভব। কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয়। বরং মুখস্থের পাশাপাশি ব্যাপক তামরীনের প্রয়োজন রয়েছে। তাই আমি ছাত্র বন্ধুদের ব্যাপক কল্যাণের দিকে লক্ষ্য রেখে সরফ শাস্ত্রের সহীহ অধ্যায়ের প্রতিটি পাঠ অতি সুন্দর ও সহজ পদ্ধতিতে সাজানোর চেষ্টা করেছি এবং সরাসরি পবিত্র কুরআন ও হাদিস থেকে বিভিন্ন সীগাহ উল্লেখ করে ব্যাপক তামরীন ও প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি আমার এ ক্ষুদ্র মেহনতের জ্ঞান-ভান্ডার শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের বিজ্ঞ আলেমদের পরামর্শক্রমে কোর্সের আঙ্গিকে তুলে ধরি ঢাকার বেশকিছু প্রসিদ্ধ মাদরাসার উস্তাদ মহোদয় ও ছাত্র বন্ধুদের নিকট। এতে তারা অত্যন্ত খুশি হন এবং সাথে সাথে আমার প্রিয় শায়েখ ইসলাহী রাহবার আল্লামা মুফতি মাসউদুল করীম দা. বা. এর খেদমতে পেশ করি। হুজুরও আমার এই ক্ষুদ্র মেহনত দেখে অত্যন্ত আনন্দিত হন এবং দেশের কয়েকজন দায়িত্বশীল মুহাক্কিক উলামায়ে কেরামের নযরে সানী ও দুআ নেওয়ার সু-পরামর্শ দেন। আমি হুজুরের পরামর্শকে শ্রদ্ধা জানিয়ে আমাদের কয়েকজন ইলমি রাহবার আল্লামা আবু তাহের মিসবাহ (আদিব হুজুর) দা. বা., আল্লামা আব্দুল মালেক দা. বা. , আল্লামা মাহফুজুল হক দা. বা. সহ, মুফতি মাহমুদুল হাসান কাসেমী দা. বা. (মুহাদ্দিস, টঙ্গি দারুল উলুম, ঢাকা) আরো বেশ কয়েকজন ইলমি ব্যক্তিত্যের সু-পরামর্শে আমার এই পাণ্ডলিপিটি দরসে নেযামীর প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মূল কিতাবের সহায়ক পাঠ্য হিসেবে প্রকাশে উদ্যোগী হই।
পরিশেষে, কিতাবটি পড়ে যদি কোনো তালিবে ইলম ভাইয়ের সামান্যতম ফায়দা হয় তাহলে এই কিতাবের সাথে সংশ্লিষ্ট সকলের শ্রম সার্থক হবে বলে মনে করি। এবং সাথে সাথে মহান আল্লাহর দরবারে আরজু রাখি, তিনি যেন আমার এ খেদমতটুকু কবুল করে আমাদের সকলের নাজাতের উসিলা বানিয়ে দিন।
আমীন ইয়া রাব্বাল আলামীন!
Reviews
There are no reviews yet.